Sunday, August 14, 2011

সোনা

তুমিই আমার সবচেয়ে সেরা সবচেয়ে ভালো গল্প
তোমার জন্যে আজো রাখা জমানো প্রশ্ন-দ্বন্দ,
তোমার জন্যে সকালে কফি কিম্বা বিকেলে টি..
আজ ও পথ হাঁটি রে সোনা, আজ ও পথ হাঁটি..

তোমার গল্প লিখবো বলেই পেন কিনলাম সেদিন
তোমার চিন্তা মাথে নিয়ে হেঁটেছি রাত্রি-দিন,
বিকেলে আমার ভোরের ফুল, সকালে এসেছে সাঝেঁর ডাক
তোমার জন্য অপেক্ষা ভরা বৃষ্টি রাতের কাঁচের গ্লাস..

অনেক পদ্য অনেক গদ্য অনেক উপন্যাসের পর
একটা ছড়া লিখতে গিয়ে ধরা পড়লাম মুখের ভর
একটা গল্প শেষ হলো না সোনা এই গল্পটা বাকি
হতেই পারতো যেটা পুরস্কার, সেটা থেকে গেলো ফাকী..

আজো রাত গেলে পাশ ফিরে থাকি একটা আলোর খোঁজে
কেন সবুজ কমলা ধুকপুক কেন আওয়াজে শব্দ বোঝে..
এই হাজার মাইল ব্যবধান মেটানো যেত যদি
শেষ গল্প শেষ করার দম দেখাতো কবি...

1 comment:

Unknown said...

ek sobde..."Baakyohara"